হোম
- ‘‘চেয়ারম্যানের দু ’’ টি কথা ’’
মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত ও জাতিগত অধিকার। কিন্তু আমাদের দেশে আর্থ সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে, অস্থিতিশীল রাজনৈতিক পারিপার্শিক অবস্থার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্গিত হচ্ছে তা আমাদের অজানা নয়। তার প্রতিকার ভূক্ত ভোগীরা সহজে পায়না। সমাজে তারা অবহেলিতই থেকে যায়। সমাজের অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের আইনী ও মানবিক সহায়তা প্রদানে ‘‘ ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস্ ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশন ’’ আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা (আই.এইচ.সি.পি.এফ) সরকারের পাশাপাশি ও পরিপূরক হিসাবে সমন্বয় রেখে বিগত ১২ (বার)বছর যাবৎ কাজ করে চলেছে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইনী সহায়তা সহ অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সমাজে দুর্নীতি বিরোধী কার্যক্রম ও রিপোট সংগ্রহ করা, বাল্য বিবাহ নিরোধকল্পে অভিভাবক ও ১৮বছরের কম বয়সী মেয়েদের সচেতন করা, যৌতুকের জন্য নির্যাতিতা নারীর পাশে দাড়ানোসহ আইনী সহায়তা প্রদান করা ও যৌতুক বিরোধী প্রচরনা পরিচালনা করা, পরিবেশ দূষন বিষয়ে শিল্প কারখানাকে সর্তক করা, মাদকের মরণ ফাদ থেকে সাধারন মানুষেরা এবং বর্তমানে আলোচিত ইভটিজিং বন্ধে সরকারের পাশাপাশি পুলিশ প্রশাসনকে সহায়তা প্রদানসহ মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংস্থা সামান্যতম অবদান রাখতে পেরেছে বলে দেশবাসী মনে করলে, আমাদের পরিশ্রম স্বার্থক ও কার্যক্রম সফল হবে বলে আমি মনে করি। আমাদের সাধ অসীম হলেও সাধ্য সীমিত। কারণ আমরা এখন পর্যন্ত সরকারী কিংবা বেসরকারী কোন ধরণের ফান্ড বা আর্থিক সহায়তা পাইনি। তাই সমাজের বৃত্তবানদের প্রতি আমাদের বিনীত আহবান ‘‘আসুন আমরা সবাই মিলে অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের পাশে দাড়াই ’’আপনাদের সামান্য দান -অনুদান সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং তাদের ভাগ্য উন্নয়নে কাজে লাগলে আমাদের দেশটা ইতিবাচকভাবে বদলে যাবে বলে আমি আশা করি।
শফিকুল ইসলাম স্বপন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান